ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সৈয়দ শামসুল হকের জন্মদিনে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
সৈয়দ শামসুল হকের জন্মদিনে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও লেখক সৈয়দ শামসুল হক

ঢাকা: সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ৮০তম জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানার পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল ফুলেল এ শুভেচ্ছা জানান।



রোববার (২৭ ডিসেম্বর) দুপুরে লেখকের গুলশানের বাসভবনে মাহবুবুল হক শাকিল ফুল নিয়ে শুভেচ্ছা জানাতে যান।

এ সময় সৈয়দ শামসুল হক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বাঙালির বাতিঘর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাত ধরেই ভবিষ্যতের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল বঙ্গবন্ধু কন্যাদের পক্ষ থেকে লেখককে জানান, বঙ্গবন্ধু কন্যারা চান আপনি এবং আপনার কলম শতায়ু হোক।

লেখকের স্ত্রী আনোয়ারা সৈয়দ হক, পুত্র দ্বিতীয় হক, পুত্রবধূ, নাতী-নাতনীসহ পরিবারের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।