ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজধানীতে বৃদ্ধার মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
রাজধানীতে বৃদ্ধার মরদেহ উদ্ধার ছবি: দেলোয়ার হোসেন বাদল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর কদমতলী থানা এলাকার মুরাদপুরের পোকাবাজার থেকে ফরিদা বেগম (৬৫) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।



কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি জানান, রোববার (২৭ ডিসেম্বর) দিনগত গভীর রাতে দুর্বৃত্তরা ওই নারীকে শ্বাসরোধে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। তবে ময়নাতদন্তের পর ঘটনার সুনির্দিষ্ট কারণ জানা যাবে।

পারিবারিক সূত্রে জানা যায়, নিহতের দু’মেয়ে সম্পা (৩৫) ও রুপা (৩০)। স্বামী মৃত সাহাবউদ্দিন। স্বামীর মৃত্যুর পর দোতলা ওই বাসায় একাই থাকতেন আরিফা বেগম।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫/আপডেট:১২১৭ ঘণ্টা
এসজেএ/এনএ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।