লালমনিরহাট: লালমনিরহাট ও রংপুর বাস মালিক সমিতির দ্বন্দের জের ধরে লালমনিরহাট রংপুর সড়কে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ রয়েছে।
শনিবার(২ জানুয়ারি) দুপুর থেকে লালমনিরহাট-রংপুর মহাসড়কে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে লালমনিরহাট বাস মালিক সমিতি।
লালমনিরহাট বাস মালিক সমিতির সভাপতি আসাবুল হাবীব লাভলু বাংলানিউজকে জানান, অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে লালমনিরহাট থেকে রংপুরে যাওয়া ৭টি বাস সকালে আটকে দেয় রংপুর মালিক সমিতি।
এরই প্রতিবাদে দুপুর ২টা দিকে লালমনিরহাট থেকে রংপুরগামী সব বাস বন্ধ ঘোষণা করা হয়। এতে করে হঠাৎ বিপাকে পড়তে হচ্ছে রংপুরগামী যাত্রী সাধারণকে।
এদিকে, সন্ধ্যা পর্যন্ত বাস চালুর বিষয়ে কোনো সিদ্ধান্ত না হলেও সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন বাস মালিক সমিতির নেতারা।
বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৬
পিসি/