ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শ্বশুরবাড়িতে গায়ে আগুন ধরিয়ে যুবকের আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৬
শ্বশুরবাড়িতে গায়ে আগুন ধরিয়ে যুবকের আত্মহত্যা

বেনাপোল (যশোর): যশোরের শার্শা উপজেলায় শ্বশুরবাড়িতে নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যা করেছেন আলমগীর (৩০) নামে এক যুবক।

শনিবার (২ জানুয়ারি) বিকেল ৫টায় যশোর ২৫০ শয্যা  হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি
শার্শার ত্রীমহনী গ্রামের দাউদ হোসেনের ছেলে।

স্থানীয় নিজামপুর ইউনিয়নের চেয়ারম্যান আলিম রেজা বাপ্পী বাংলানিউজকে জানান, আলমগীর মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে শোনা গেছে। বেশ কয়েকদিন ধরে তিনি শার্শার ছোট বসন্তপুর গ্রামে শ্বশুর মিরাজ উদ্দিনের বাড়িতে স্ত্রীকে নিয়ে অবস্থান করছিলেন।

শনিবার বেলা ১১টার দিকে ঘরের দরজা আটকে নিজের শরীরে পেট্রোল জাতীয় কিছু একটা ঢেলে আগুন ধরিয়ে দেন।
‍এ সময় বাড়ির লোকজন তাকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে যশোর হাসপাতালে নিয়ে যায়। সেখানে বিকেলে তার মৃত্যু হয়।

তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা স্পষ্ট নয় বলে জানান ইউপি চেয়ারম্যান।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান সন্ধ্যায় বাংলানিউজকে জানান, এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।