ঢাকা: দশম জাতীয় সংসদের শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে ২০ জানুয়ারি। দশম জাতীয় সংসদের নবম এবং ২০১৬ সালের প্রথম অধিবেশন এটি।
সোমবার (০৪ জানুয়ারি) বিকেলে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে নবম অধিবেশনের আহ্বান করেন।
জাতীয় সংসদের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে অধিবেশন আহ্বানের বিষয়টি নিশ্চিত করা হয়।
আগামী ২০ জানুয়ারি বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় অধিবেশন শুরু হবে। অধিবেশন শুরুর আগে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের সময়, সমাপ্তির তারিখ নির্ধারণ করা হবে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।
শীতকালীন অধিবেশন সাধারণত দীর্ঘ হয়। নতুন বছরের প্রথম অধিবেশন হিসেবে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ সংসদে ভাষণ দেবেন। সেই ভাষণের ওপর সংসদ সদস্যরা আলোচনা করবেন।
এর আগে গত ২১ ডিসেম্বর মন্ত্রিসভার বৈঠকে রাষ্ট্রপতির ভাষণের খসড়া অনুমোদন দেওয়া হয়।
সংসদীয় রীতি অনুযায়ী, বছরের শুরুতে সংসদের অধিবেশনে প্রথম দিন রাষ্ট্রপতি ভাষণ দিয়ে থাকেন। ওই দিন রাষ্ট্রপতি দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন উন্নয়ন অগ্রগতি তুলে ধরে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।
এর আগে গত ২৩ নভেম্বর দশম জাতীয় সংসদের ৮ম অধিবেশন শেষ হয়। নতুন বছরের প্রথম অধিবেশনে অধিকাংশ সংসদ সদস্য রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে নিজ নির্বাচনী এলাকার বিভিন্ন বিষয় তুলে ধরার সুযোগ পাবেন।
বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৬
এসএম/এমজেএফ/