বরিশাল: বরিশালে ওয়াসিম হাওলাদার নামে এক পলাতক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ মাসের দণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) জননিরাপত্তা বিঘ্নকারী ও অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রফিকুল ইসলাম এ রায় দেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১১ অক্টোবর নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে মাদক নিয়ন্ত্রণ অধিদফতররের একটি দল ৫০ বোতল ফেনসিডিলসহ ওয়াসিম হাওলাদার ও অপর দুই জনকে আটক করে।
এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক হাওলাদার মো. সিরাজুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। একই বছরের ১৭ নভেম্বর মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক আব্দুর রব তিনজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত ৭ জনের স্বাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেন।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর দুই আসামি আব্দুর রশিদ হাওলাদার ও রাসেল শরীফকে খালাস দিয়েছেন আদালত।
বাংলাদেশ সময়: ০৯৩৫ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৬
ওএইচ/আরএম