ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

হাসিনাকে ফেরাতে শুধু এক দফায় ভারতকে চিঠি দেওয়া হয়েছে: তৌহিদ হোসেন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৪, সেপ্টেম্বর ৪, ২০২৫
হাসিনাকে ফেরাতে শুধু এক দফায় ভারতকে চিঠি দেওয়া হয়েছে: তৌহিদ হোসেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন।

ঢাকা: পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, শেখ হাসিনাকে ফেরাতে শুধু এক দফায় ভারতকে চিঠি দেওয়া হয়েছে। আর কখনো দেওয়া হয়নি।

বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনাকে ফেরাতে এক বছর আগে ভারতকে চিঠি দেওয়া হয়েছিল। এরপর আর কোনো চিঠি দেওয়া হয়েছে কিনা জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এরপর এ নিয়ে আর কোনো চিঠি দেইনি আমরা। চিঠি শুধু এক দফায় দেওয়া হয়েছে। আবার দেওয়া হলে, আপনারা জানতে পারবেন। তবে ফেরানোর বিষয়ে তাদের সঙ্গে বিভিন্ন সময়ে আলোচনা হয়েছে।

ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, আমি আগেও বলেছি, আমাদের দিক থেকে সম্পর্ক উন্নয়নে কোনো বাধা নেই। তবে এটাতে দুই পক্ষকেই এগোতে হবে। দুই পক্ষ কোনো বিষয়ে একমত হলে নিশ্চয়ই এগোবে।

টিআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।