রাঙামাটি: রাঙামাটিতে যাত্রীবাহী একটি বাস উল্টে ৩২ যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার(৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় শহরের ভেদভেদী পার হয়ে রেডিও স্টেশন এলাকায় বাসটি উল্টে যায়।
আহতদের দ্রুত উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতাল ভর্তি করা হয়েছে।
এদের মধ্যে যীশু বাবু(১৩), ভাগ্যছায়া চাকমা, শফিকুল ইসলাম ও সুকুমার দে’র অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ঘটনাস্থল ও রাঙামাটি হাসপাতাল পরিদর্শন করেছেন রাঙামাটির জেলা প্রশাসক সামসুল আরেফিন। আহতদের নগদ দুই হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দেন তিনি।
আহতদের চিকিৎসার দায়িত্বে থাকা রাঙামাটির সিভিল সার্জন ডা. স্নেহ কান্তি চাকমা জানান, আহতদের দ্রুত চিকিৎসা দেওয়া হচ্ছে। চারজনকে চট্টগ্রামে পাঠানো হয়েছে।
রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রশিদ বাংলানিউজকে জানান, রাঙামাটি থেকে খাগড়াছড়ি যাওয়ার পথে বাসটি রেডিও স্টেশন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৬
পিসি/