গোপালগঞ্জ থেকে: ২০১৮ সালে পদ্মাসেতুর কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, ২০১৮ সালে পদ্মাসেতুর কাজ শেষ হলে এরপর দক্ষিণ অঞ্চলের উন্নয়ন আর থেমে থাকবে না।
শুক্রবার (০৮ জানুয়ারি) বেলা সোয়া ১২টার দিকে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় এক অনুষ্ঠানে বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সোনার মাটি আমাদের। উন্নয়ন হবেই। আমি কাজ করে যাচ্ছি- যেন মরলেও অন্তত বাবাকে বলতে পারবো- কিছু করে এসেছি।
সদ্য স্বাধীন দেশ গড়ায় বঙ্গবন্ধুর অবদানের কথা তুলে ধরে শেখ হাসিনা আরও বলেন, একটি স্বাধীন রাষ্ট্র নির্মাণের সব কিছুই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধ বিধ্বস্ত দেশে করে যান। শুধু দেশ স্বাধীন নয়, তার মতো নেতা ছিলেন বলেই যুদ্ধ বিধ্বস্ত সদ্য স্বাধীন দেশ গড়তে পেরেছিলেন। বিভিন্ন কাজ শুরু করেছিলেন তিনি। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে তাকে হত্যা করা হলো।
প্রধানমন্ত্রী বলেন, আমার জীবনের একমাত্র কামনা বাংলার মানুষ খাদ্য পাবে, উন্নত জীবন পাবে। সে লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। বাবা-মা-ভাই সব হারিয়েছি, এই বাংলার মানুষের জন্য কিছু করতে চাই- এর চেয়ে কিছু চাওয়ার নেই।
বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৬
আইএ
** মানুষ পোড়ানোর দায়ে খালেদার বিচার হওয়া উচিত
** বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
** প্রধানমন্ত্রী টুঙ্গীপাড়ায়