বরগুনা: বরগুনা জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে অসহায় ও ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার(৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে পুলিশ লাইনস ব্যারাকে বরগুনার পুলিশ সুপার বিজয় বসাক এ শীতবস্ত্র বিতরণ করেন।
এসময় সেখানে উপস্থিত ছিলেন- অতিরিক্তি পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, পুলিশ নারী কল্যাণ সমিতির সভাপতি রত্না হালদার, কমিউনিটি পুলিশিং জেলা কমিটির সভাপতি আ. মোতালেব মৃধা, প্রেসক্লাব সভাপতি মো. হাসানুর রহমান ঝন্টু প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বিজয় বলেন, বরগুনা জেলা পুলিশ শুধু আইনশৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখে না বরং জেলার সব ভালো কাজের সাথে তাদের সম্পৃক্ততা রয়েছে। জেলার প্রতিটি মানুষের কাছে পুলিশ প্রশাসনকে আরও সক্রিয় ও সেবাধর্মী প্রশাসনে পরিণত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এসময় তিনি আরও বলেন, মানুষের সেবাই পুলিশের ধর্ম। তাই সব ভালো কাজের সঙ্গে যুক্ত থেকে বরগুনার পুলিশ প্রশাসন এক অনন্য নজির স্থাপন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৬
পিসি/