ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিদ্ধেশ্বরীতে শিশু গৃহকর্মী দগ্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৬
সিদ্ধেশ্বরীতে শিশু গৃহকর্মী দগ্ধ ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর রমনা থানাধীন সিদ্ধেশ্বরী এলাকায় আগুনে পুড়ে জবা (১০) নামের এক শিশু গৃহকর্মী দগ্ধ হয়েছে।

শুক্রবার (০৮ জানুয়ারি) সকাল ১১টার দিকে এলাকার ‘অবসর’ অ্যাপার্টমেন্ট নামে একটি দশ তলা ভবনের ৮ম তলায় এ ঘটনায় ঘটে।

ওই বাড়িতে সে গৃহকর্মী হিসেবে কর্মরত ছিলো।

কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, শিশুটির শরীর ৯৫ শতাংশ পুড়ে গেছে। অবস্থা আশঙ্কাজনক।

শিশুটির সঙ্গে আসা বাড়ির গৃহকর্তা কল্লোল জানান, সকাল ৯টার দিকে রান্নাঘর থেকে তার শরীরে আগুন লেগেছে। এরপর ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। সে আমাদের বাড়িতে এক বছর ধরে কাজ করছে।

মেডিকেল ক্যাম্প পুলিশ ইনচার্জ মোজাম্মেল হক জানান, প্রাথমিক ভাবে জানা গেছে মেয়েটি নিজের গায়ে নিজেই আগুন লাগিয়েছে। বিষয়টি আমরা রমনা থানায় জানিয়েছি।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৬
এজেডএস/জেডএফ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।