ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চান্দিনায় ৪ ডাকাত আটক

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৬ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৬
চান্দিনায় ৪ ডাকাত আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চান্দিনা (কুমিল্লা):  কুমিল্লার চান্দিনায় সড়কে ডাকাতি করার সময় চার ডাকাতকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

শুক্রবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় চান্দিনা-খোসবাস সড়কের লতিফপুর এলাকায় সিএনজি চালিত অটোরিকশা বেরিকেড দিয়ে ডাকাতি করার সময় স্থানীয়রা ধাওয়া করে তাদের আটক করে।



আটক ডাকাতরা হলেন- জেলার বরুড়া উপজেলার খোশবাস গ্রামের শাহআলমের ছেলে রিয়াদ (২০), জালালপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে রনি (১৮), মহিফুলের ছেলে ফরহাদ (২১) ও আবুল হাসেমের ছেলে সফিউল্লাহ (২২)।

স্থানীয় দফাদার আমিন বাংলানিউজকে জানান, ওই এলাকায় সড়কে অটোরিকশা থামিয়ে ডাকাতি করার সময় নারী যাত্রীসহ অনেক মানুষের চিৎকার শুনে চারপাশের স্থানীয় বাসিন্দারা ধাওয়া ত‍াদের করে। লতিফপুর সড়কের বিশাল ফসলি মাঠ থেকে তাদের আটক করে গণপিটুনি দিয়ে চান্দিনা থানা পুলিশে সোপর্দ করা হয়।

এ ব্যাপারে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামী জানান, আটক ডাকাতদের থানা হেফাজতে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৩৫৭ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।