ঢাকা, সোমবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ভুয়া নথিপত্র জমা  দি‌লে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হ‌বে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৮, সেপ্টেম্বর ৮, ২০২৫
ভুয়া নথিপত্র জমা  দি‌লে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হ‌বে ঢাকাস্থ মার্কিন দূতাবাস

ঢাকা: মিথ্যা তথ্য বা ভুয়া নথিপত্র জমা দিলে যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনের আওতায় ভিসা স্থায়ীভাবে বাতিল হওয়ার তথ‌্য জা‌নি‌য়ে‌ছে ঢাকার মার্কিন দূতাবাস।

সোমবার (৮ সে‌প্টেম্বর) ঢাকার মার্কিন দূতাবাস তা‌দের এক্স হ‌্যা‌ন্ডে‌লে ভিসা সংক্রান্ত এক পো‌স্টে এ কথা জা‌নি‌য়ে‌ছে।

পো‌স্টে উ‌ল্লেখ করা হয়, ভিসা জালিয়াতির পরিণতি অত্যন্ত গুরুতর। মিথ্যা তথ্য বা ভুয়া নথিপত্র জমা দিলে যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনের আওতায় ভিসা স্থায়ীভাবে বাতিল হতে পারে। যার অর্থ দাঁড়ায় আপনি আর কখ‌নো যুক্তরা‌ষ্ট্রে যে‌তে প‌ারবেন না।

টিআর/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।