ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৬ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৬
শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

মুন্সীগঞ্জ: বন্ধ থাকার সাড়ে ৫ ঘণ্টা পর শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

এর আগে ভোর ৪টা থেকে ঘন কুয়াশার কারণে ওই নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।



শনিবার (০৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে ফেরি চলাচল শুরু করে কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক গিয়াসউদ্দিন পাটোয়ারী বাংলানিউজকে জানান, ঘন কুয়াশার কারণে নৌরুটের বয়াবাতি দেখা না যাওয়ায় শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

এরপর কুয়াশা কেটে গেলে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ফেরি চলাচল শুরু করা হয়েছে। বর্তমানে নৌরুটের উভয়ঘাটে আটকে পড়া কয়েক শতাধিক যানবাহন পারাপার করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১০২৬ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।