ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাংনীর মাদক ব্যবসায়ী হাফিজুরের ফের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৬
গাংনীর মাদক ব্যবসায়ী হাফিজুরের ফের কারাদণ্ড ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মেহেরপুর: মেহেরপুরে গাংনী পৌর শহরের আলোচিত মাদক ব্যবসায়ী হাফিজুর রহমান ওরফে হাফিকে (৫০) আবারও দুই বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

এছাড়া একই আইনে গাঁজা কেনার দায়ে রফিকুল ইসলাম (২২) নামে আরও একজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।



শনিবার (৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল আমিন উপজেলার থানাপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ আদেশ দেন।

এর আগে গাঁজা বিক্রির দায়ে সকালে পুলিশের একটি দল কাথুলি মোড় এলাকা থেকে গাঁজাসহ এ দু’জনকে আটক করে।

দণ্ডপ্রাপ্ত হাফিজুর রহমান হাফি গাংনী পৌর শহরের ডিগ্রি কলেজপাড়া এলাকার বাসিন্দা ও রফিকুল ইসলাম ঢাকার ধামরাই উপজেলার বারুড়িয়া ইউনিয়নের বাঙ্গালপাড়া গ্রামের জিয়ারুল হকের ছেলে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বাংলানিউজকে জানান, হাফিজুর রহমানকে এর আগেও মাদক বিক্রি করার দায়ে দুই বছর কারাদণ্ড‍াদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

তিনি পাঁচ মাস কারাভোগ করার পর সাম্প্রতিক সময়ে জামিনে বেরিয়ে এসে আবারও মাদক ব্যবসা শুরু করেছেন। গাংনী থানায় হাফিজুর রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে প্রায় ১১টি মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৬
এএটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।