ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাধবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ১, আহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৬
মাধবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ১, আহত ৪

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজীবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহজাহান মিয়া (১৭) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চার শ্রমিক আহত হয়েছেন।



শনিবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে শাহজীবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শাহজাহান রংপুরের বদরগঞ্জ উপজেলার ছোট হাজারীপুর বানিয়াপাড়ার রুহুল মিয়ার ছেলে। তিনি ক্রেনের সহকারী (হেলপার) ছিলেন।

আহত শ্রমিকরা হলেন- শংকর (৪০), তৌহিদ (৩০), হাসান (৩০) ও আরাফাত (৩০)। তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত ও আহতরা শাহজীবাজার বিদ্যু‍ৎ উন্নয়ন বোর্ডের আওতায় নির্মাণাধীন ৩০০ মেগাওয়াট বিদ্যুত কেন্দ্রের ক্রেনের শ্রমিক।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বাংলানিউজকে জানান, সকালে শাহজাহানসহ অন্য চার শ্রমিক শাহজীবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ের কাছের মাঠে ক্রেনে কাজ করছিলেন। এ সময় ক্রেনের উপরিভাগ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড থেকে জাতীয় গ্রিডে সঞ্চালনের এক লাখ ৩২ হাজার কেভি লাইনের সঙ্গে জড়িয়ে পড়ে। এতে হেলপার শাহজাহান মিয়া নিহত ও অন্য চারজন আহত হন।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৬
এএটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।