যশোর: যশোরে চ্যানেল টোয়েন্টিফোরের ক্যামেরা পারসন ও গাড়ি চালকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা হয়েছে।
শুক্রবার (৮ জানুয়ারি) রাতে চ্যানেল টোয়েন্টিফোর ও সমকালের স্টাফ রিপোর্টার ও প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় এ মামলাটি দায়ের করেন।
মামলার আসামিরা হলেন- যশোর শহরের কাজীপাড়া এলাকার আব্দুল হামিদের ছেলে আব্দুর রহমান কাকন, শহরের খোলাডাঙ্গা এলাকার সন্ত্রাসী বাবু ও ডলার।
মামলায় ১০/১২ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে আব্দুর রহমান কাকন বঙ্গবন্ধু সৈনিক লীগের লীগের যশোর শহর শাখার সাধারণ সম্পাদক পদে রয়েছেন।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আককাস আলী বাংলানিউজকে জানান, আসামিদের মধ্যে আব্দুর রহমানকে আটক করা হয়েছে।
এছাড়াও আসামি বাবুর মাদকের আস্তানায় অভিযান চালিয়ে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক বিক্রির অভিযোগে বাবুর মাকে আটক করা হয়েছে।
** যশোরে সন্ত্রাসী হামলায় চ্যানেল ২৪’র ২ কর্মী আহত
** বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সংবাদ বর্জনের ঘোষণা
বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৬
এএটি/পিসি