ঢাকা: বিশ্ব ইজতেমার ময়দান টঙ্গীর তুরাগ তীরে মুসল্লিদের যাতায়াতের জন্য র্যাবের ১০টি কোস্টার ফ্রি সেবা দিচ্ছে। এছাড়াও পুলিশের ২টি মাইক্রোবাস রয়েছে এ সেবায়।
এ বিষয়ে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের উপ-পরিচালক মেজর রুম্মন মাহমুদ বাংলানিউজকে বলেন, ইজতেমা উপলক্ষে র্যাবের পক্ষ থেকে এটি একটি বিশেষ সেবা।
তিনি আরো বলেন, রাজধানীর মহাখালী, গাবতলী এবং আশুলিয়ার দিয়াবাড়ি থেকে রোববার (১০ জানুয়ারি) সকাল থেকে মুসল্লিদের জন্য এ সেবা দেওয়া হচ্ছে।
র্যাবের ১০টি কোস্টার দিয়ে এ সেবা দেওয়া হচ্ছে বলে জানান মেজর রুম্মন মাহমুদ।
সরেজমিনে দেখা যায়, ডিএমপি’র ২টি মাইক্রোবাস কুড়িল ফ্লাইওভার মোড় ও দিয়াবাড়ি থেকে ফ্রি সেবা দিচ্ছে।
ডিএমপি তেজগাঁও শিল্পাঞ্চল ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আবু ইউসুফ বাংলানিউজকে বিষয়টি জানান।
বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
এনএইচএফ/জেডএস