ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চৌদ্দগ্রামে কাভার্ড ভ্যানের ধাক্কায় নারী শ্রমিক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
চৌদ্দগ্রামে কাভার্ড ভ্যানের ধাক্কায় নারী শ্রমিক নিহত

কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ছুপুয়া রাস্তার মাথায় কাভার্ড ভ্যানের ধাক্কায় জাহানারা বেগম (২৫) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ১২ নারী শ্রমিক।



তারা আমির শাহ গার্মেন্টেসের শ্রমিক বলে জানা গেছে।

বুধবার (১৩ জানুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুঘর্টনা ঘটে।

নিহত জাহানারা বেগম উপজেলার উজিরপুর ইউনিয়নের সমেশপুর গ্রামের আব্দুস সাত্তারের মেয়ে। হতাহত সবাই হিউম্যান হলারের (লেগুনা) যাত্রী। আহতদের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট নাজিম উদ্দিন বাংলানিউজকে জানান, নারী শ্রমিকদের নিয়ে লেগুনাটি মিয়াবাজার থেকে চৌদ্দগ্রাম যাচ্ছিল। পথে ছুপুয়া রাস্তার মাথায় একটি কাভার্ড ভ্যান পেছন থেকে লেগুনাটিকে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।