ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

৫ ঘণ্টা পর শিমুলিয়া-কাওড়াকান্দি রুটে ফেরি চলাচল শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
৫ ঘণ্টা পর শিমুলিয়া-কাওড়াকান্দি রুটে ফেরি চলাচল শুরু ফাইল ফটো

মুন্সীগঞ্জ: ঘন কুয়াশার কারণে পাঁচ ঘণ্টা পর বন্ধ থাকার পর শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

রোবাবার (১০ জানুয়ারি) সকাল ৮টার দিকে কুয়াশা কমে গেলে ফেরি চলাচল শুরু করা হয়।

 

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক মো. গিয়াসউদ্দিন পাটোয়ারি জানান,  ঘন কুয়াশার কারণে মার্কিং বাতি অস্পষ্ট হয়ে ওঠে। এতে দুর্ঘটনার সম্ভাবনা থাকায় শনিবার রাত ৩টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে কুয়াশা কেটে গেলে সকাল থেকে যথারীতি ফেরি চলাচল শুরু করা হয়।

এদিকে, পাঁচ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় নৌরুটের উভয় ঘাটে পারের অপেক্ষায় ছিল কয়েকশ’ যানবাহন। তবে ফেরি পারাপার শুরু হওয়ায় আটকে পড়া যানবাহনের সংখ্যা কমে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১০০৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।