ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খালিয়াজুরীর ধনু নদী থেকে জাহাজ মাস্টারের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
খালিয়াজুরীর ধনু নদী থেকে জাহাজ মাস্টারের মরদেহ উদ্ধার

নেত্রকোনা: নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার রসুলপুর গ্রামের ধনু নদী থেকে নিখোঁজ জাহাজ মাস্টার মো. একীন আলীর (৩৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (১০ জানুয়ারি) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

একীন ব্রাহ্মণবাড়িয়া জেলার হরিপুর গ্রামের মৃত নূর আলীর ছেলে।

লেপসিয়া পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) সৈয়দ বজলুর রহমান সিদ্দিকী বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকালে উপজেলার লেপসিয়া বাজার ঘাট থেকে ফরিদপুরের উদ্দেশে মালবাহী জাহাজ নিয়ে যাত্রা করেন মাস্টার একীন। জাহাজটি উপজেলার জগন্নাথপুর ঘাটের কাছে এলে পেছন থেকে অপর একটি জাহাজ একীনের জাহাজকে ধাক্কা দেয়। এতে একীন মাস্টার পানিতে পড়ে নিখোঁজ হন।

তিনদিন পর রোববার সকালে স্থানীয়রা ধনু নদীতে মরদেহটি ভাসতে দেখে পুলিশকে জানায়। দুপুরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।