বগুড়া: বগুড়ায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে খোরশেদ আলম বাবু (৫২) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্য শিক্ষক আব্দুল লতিফ মিঠু (৪৪)।
রোববার (১০ জানুয়ারি) বেলা ৩টার দিকে গাবতলী উপজেলার বগুড়া-সারিয়াকান্দি আঞ্চলিক সড়কের সন্ধ্যাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত খোরশেদ গাবতলী উপজেলার চাকলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আহত আব্দুল লতিফ ক্ষিদ্রপেরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত।
স্থানীয়রা জানান, মোটরসাইকেল যোগে এ দুই শিক্ষক বগুড়া শহরের দিকে আসছিলেন। এর মধ্যে নিহত খোরশেদ মোটরসাইকেল চালানো অবস্থায় মোবাইল ফোনে কথা বলছিলেন।
এসময় বগুড়া থেকে ছেড়ে যাওয়া সারিয়াকান্দিগামী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই খোরশেদ নিহত হন।
পরে আশেপাশের লোকজন শিক্ষক আব্দুল লতিফ মিঠুকে উদ্ধার করে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। দুর্ঘটনার পরই ট্রাকসহ ট্রাকচালক পালিয়ে যান।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান বাংলানিউজকে জানান, ড্রাইভারসহ ট্রাকটি আটকের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
এমবিএইচ/জেডএফ/এসএস