বগুড়া: বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কালের কণ্ঠের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে রোববার (১০ জানুয়ারি) বেলা ১১টায় বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক লিমন বাসারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন দৈনিক বাংলাদেশ’র সম্পাদক আমান উল্লাহ খান।
এছাড়া আরও বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি যাহেদুর রহমান যাদু, সাধারণ সম্পাদক মাহমুদুল আলম নয়ন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি প্রদীপ ভট্টাচার্য শংকর, যুগ্ম মহাসচিব জিএম সজল, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এএইচএম আখতারুজ্জামান, দৈনিক উত্তরের খবর পত্রিকার সম্পাদক আব্দুস সালাম বাবু প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ছয় বছরের ব্যবধানে এ পত্রিকাটি পাঠকদের মনে জায়গা করে নিয়েছে। পত্রিকাটি কেবল সংবাদ প্রকাশের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। পাশাপাশি মানুষের পাশে দাঁড়ানোর দৃষ্টান্ত স্থাপনেও সক্ষম হয়েছে।
এদিকে, পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিন’র নিজস্ব প্রতিবেদক আব্দুর রহমান টুলু, জেইউবি’র সাধারণ সম্পাদক এমআর সাইন, উত্তরের খবরের নির্বাহী সম্পাদক সাজেদুর রহমান সিজু।
পরে বগুড়া প্রেসক্লাবের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
এমবিএইচ/আরএইচএস/এসএস