ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিরলে জাল ডাকটিকিট-রাজস্ব স্ট্যাম্পসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৩ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
বিরলে জাল ডাকটিকিট-রাজস্ব স্ট্যাম্পসহ আটক ২ ছবি: প্রতীকী

দিনাজপুর: জেলার বিরল উপজেলায় তিন লাখ টাকা মূল্যের জাল ডাকটিকিট ও রাজস্ব স্ট্যাম্পসহ দু’জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৩)।

রোববার (১০ জানুয়ারি) দিনগত রাত পৌনে ১২টার দিকে বিরলের সাকই পলাশবাড়ী গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।



আটককৃতরা হলেন, মো. শফিউদ্দিন (৪৫) ও মো. শাহজাহান আলী (৪২)। তারা বিরল উপজেলার সাকই পলাশবাড়ী গ্রামের বাসিন্দা।

দিনাজপুর র‌্যাব-১৩ ক্যাম্পের অধিনায়ক (সিও) মেজর মাহমুদ বাংলানিউজকে জানান, আটককৃতরা দীর্ঘদিন থেকে জাল ডাকটিকিট ও রাজস্ব স্ট্যাম্পের বাণিজ্য করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ লাখ ৬৭ হাজার ৬০০ টাকা মূল্যের জাল ডাকটিকিট ও স্ট্যাম্পসহ রোববার তাদের আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করেছেন শফিউদ্দিন ও শাহজাহান। এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে দিনাজপুর বিরল থানায় একটি মামলা করবে বলে জানান মেজর মাহমুদ।

বাংলাদেশ সময়: ০৫৫৩ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।