নারায়ণগঞ্জ: জেলার বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনারা নাজমীনকে ৪৮ ঘণ্টার মধ্যে বদলির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সরকারি কর্মচারীরা।
রোববার (১০ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে ঢাকায় বিভাগীয় কমিশনার বরাবর স্মারকলিপি দেন তারা।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ কালেক্টরেট কর্মচারী সংস্থা (কাকস) এর সভাপতি মো. আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক খন্দকার ফিরোজ হোসেন, বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি প্রাণকৃষ্ণ চন্দ্র, সাধারণ সম্পাদক আবুল হোসেন সিকদার, বাংলাদেশ সাট মুদ্রাক্ষরিক এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক ফাহিম উদ্দিনসহ আরও অনেকে।
বিক্ষোভকারী কর্মচারীরা জানান, বন্দর উপজেলা পরিষদে ইউএনও মিনারা নাজমীনের সরকারি বাসভবনে গত ৬ জানুয়ারি রাতে চুরির ঘটনা ঘটে। এতে উপজেলা পরিষদের ১০ কর্মচারীকে পুলিশ দিয়ে আটক করানো হয়। তাদের থানায় নিয়ে ২৪ ঘন্টা আটকে রাখা হয় এবং নির্মম নির্যাতন করা হয়।
স্মারকলিপি নেওয়ার সময় জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, আমি আপনাদের স্মারকলিপি ঊর্ধ্বতনের কাছে পাঠাবো। তদন্ত শেষে তারা আইনানুগ ব্যবস্থা নেবেন।
এ সময় তিনি সবাইকে শান্ত হয়ে কাজে যোগ দেওয়ার আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ০৬০২ ঘণ্ট, জানুয়ারি ১১, ২০১৬
আরএইচ