ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফুলছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ট্রাক হেলপারের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
ফুলছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ট্রাক হেলপারের মৃত্যু

গাইবান্ধা: গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রতন মিয়া (৩০) নামে এক ট্রাক হেলপারের মৃত্যু হয়েছে।

সোমবার (১১ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কালিরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।



রতন গাইবান্ধা সদরের নারায়ণপুর এলাকার কাজেম আলীর ছেলে।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।  

তিনি বলেন, গাইবান্ধা বিসিক থেকে আগত একটি দল উদাখালি ইউনিয়নে একমাস মধুচাষ করেন। রাতে মধু তৈরির বক্স ও অন্যান্য মালামাল ট্রাকে নিয়ে গাইবান্ধা ফিরছিলেন তারা। এসময় হেলপার রতন ট্রাকের ওপরে বসা ছিলেন।

পথে ট্রাকটি কালিরবাজার এলাকায় পৌঁছলে রাস্তার ওপর দিয়ে টানা বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

বাংলাদেশ সময়: ০৩১৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।