চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় দু’টি পিস্তল, চারটি ম্যাগজিন ও ১৩ রাউন্ড গুলিসহ দুই অস্ত্র ব্যাবসায়ীকে আটক করেছে র্যাব-৫।
সোমবার (১১ জানুয়ারি) রাতে উপজেলার উমরপুর বাজার থেকে ওই দু’জনকে আটক করা হয়।
র্যাব-৫ সূত্র বাংলানিউজকে জানায়, সোমবার রাত ৯টার দিকে উমরপুর বাজার থেকে আগ্নেয়াস্ত্র পাচারের প্রস্তুতি চলছে বলে গোপন সংবাদ আসে। এর ভিত্তিতে র্যাবের নিয়মিত একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে পিস্তল, ম্যাগজিন এবং গুলিসহ ওই দু’জনকে আটক করে।
র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার মোবাশ্বের রহিম জানান, আটক দু’জনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রাথমিক জিঞ্সাবাদে তারা অস্ত্র চোরাচালানের সঙ্গে জড়িত বলে শিকার করেছে।
বাংলাদেশ সময়: ০৪০৯ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
এইচএ/