ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পৌর নির্বাচন

যশোরের স্থগিত এমএম কলেজ কেন্দ্রের ভোটগ্রহণ মঙ্গলবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
যশোরের স্থগিত এমএম কলেজ কেন্দ্রের ভোটগ্রহণ মঙ্গলবার

যশোর: যশোর পৌরসভা নির্বাচনে স্থগিত সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের কলা ভবন কেন্দ্রে ৫ নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ভোটগ্রহণ হবে মঙ্গলবার (১২ জানুয়ারি)।

এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ ভোটগ্রহণ (পুরুষ) চলবে।

এর আগে, গত ৩০ ডিসেম্বর নির্বাচনে নির্ধারিত সময়ের আগেই ভোট গণনা শুরু করায় এই কেন্দ্রে (পুরুষ) ভোট বাতিল করা হয়।

যশোর পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাবিনা ইয়াসমিন বাংলানিউজকে বলেন, স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন বিধিমালা, ২০১০ এর বিধি অনুসারে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী এ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে ওই কেন্দ্রে পুরুষ ভোটগ্রহণের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

তিনি আরও জানান, এই কেন্দ্রে ভোটার সংখ্যা ২ হাজার ৭শ’ ১৯। তবে সামগ্রিক ফলাফলে এর চেয়েও অনেক বেশি ভোটে মেয়র ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর বিজয়ী হয়েছেন। এজন্য ওই দু’টি পদে ভোটগ্রহণের প্রয়োজন হচ্ছে না। কিন্তু সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে মাত্র ৫শ’ ১৫ ভোটের ব্যবধান হওয়ায় ওই একটি পদের জন্য ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

৫ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে সাত প্রার্থীর মধ্যে হাবিবুর রহমান চাকলাদার টেবিল ল্যাম্প প্রতীক নিয়ে ২ হাজার ৯শ’ ৬৩ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাজিবুল আলম ব্লাকবোর্ড প্রতীক নিয়ে ২ হাজার ৪শ’ ৪৭ ভোট পেয়ে  দ্বিতীয় স্থানে আছেন।

এছাড়া, এখানে লড়াইয়ে আছেন হাফিজুর রহমান (উটপাখি), সৈয়দ টিপু মাহমুদ (ডালিম), হাফিজুল ইসলাম (পানির বোতল), এহসানুল হক সেতু (গাজর) ও শাহাজাদা নেওয়াজ (পাঞ্জাবী)।

** যশোর এমএম কলেজ কেন্দ্রে পুরুষ ভোট বাতিল

বাংলাদেশ সময়: ০৫৪০ ঘণ্টা,  জানুয়ারি ১২, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।