ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

যে ভয়ংকর ছবিগুলো আসছে সিগারেটের প্যাকেটে

মাজেদুল নয়ন, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
যে ভয়ংকর ছবিগুলো আসছে সিগারেটের প্যাকেটে ছবি: প্রতীকী

ঢাকা: বাংলাদেশে সিগারেটের প্যাকেটসহ অন্যান্য তামাকজাত দ্রব্যের প্যকেটের গায়ে আগামী ১৯ মার্চ থেকেই যুক্ত হচ্ছে সচিত্র সতর্কবাণী। কি হচ্ছে সেই সতর্কবাণী এবং কি ছবি থাকছে তামাকের প্যাকেটগুলোর গায়ে।



ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) ‍্আ্ইন ২০০৫ এর ১০ নং ধারায় তামাকজাত দ্রব্যের প্যাকেটে স্বাস্থ্য ও অন্যান্য ক্ষতি সম্পর্কিত সচিত্র সতর্কবাণী মুদ্রণের কথা বলা হয়েছে। প্যাকেটের গায়ের ৫০ শতাংশে থাকবে এই সতর্কবাণী সম্বলিত ছবি। জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল থেকে পাওয়া সচিত্র সতর্কবাণীগুলো প্রকাশ করা হলো।

ধূমপানে ব্যাবহৃত তামাকজাত দ্রব্যের ক্ষেত্রে যে ৬টি সচিত্র সতর্কবাণী থাকছে:
১. ধূমপানের কারণে গলায় ও ফুসফুসে ক্যান্সার হয়।
২. ধূমপানের কারণে শ্বাস-প্রশ্বাসের সমস্যা হয়।
৩. ধূমপানের কারণে স্ট্রোক হয়।
৪. ধূমপানের কারণে হৃদরোগ হয়।
৫. পরোক্ষ ধূমপানের কারণে গর্ভের সন্তানের ক্ষতি হয়।
৬. ধূমপানের কারণে গর্ভের সন্তানের ক্ষতি হয়।

ধোঁয়াবিহীন তামাকজাত দ্রব্যের ক্ষেত্রে আসছে যেসব ছবি:
১. তামাকজাত দ্রব্য সেবনে মুখে ও গলায় ক্যান্সার হয়।
২. তামাকজাত দ্রব্য সেবনে গর্ভের সন্তানের ক্ষতি হয়।
এছাড়াও বিধি দ্বারা নির্ধারিত অন্য কোন সতর্কবাণী।

সচিত্র সতর্কবাণীতে ছবি ও লেখার অনুপাত হবে ৬:১। লেখাটি কালো জমিনের ওপর সাদা অক্ষরে ফোটানো থাকবে। এসব ছবি তিন মাস পর পর পরিবর্তন করা হবে। এছাড়াও সরকার সর্বোচ্চ ২ বছর পর পর ছবি ও সতর্কবাণী পুনর্মূ্ল্যায়ন করে নতুন ছবি ও সতর্কবাণী অন্তর্ভুক্ত করবে।

জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের আহ্বায়ক ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ন সচিব রুহুল কুদ্দুস তালুকদার বলেন, বিধি অনুযায়ী ১৯ মার্চ থেকে বাংলাদেশে সিগারেট ও অন্য তামাকের প্যাকেটের গায়ে এসব সচিত্র বাণী থাকবে। সচিত্র সতর্কবাণী এমনভাবে মুদ্রণ করতে হবে যেনো স্ট্যম্প বা ব্যান্ড রোলের নিচে চাপা না পড়ে।

বাংলকদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
এমএন/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।