ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঢামেকে চিকিৎসকদের দুই ঘণ্টা কর্মবিরতি, ভোগান্তিতে রোগীরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
ঢামেকে চিকিৎসকদের দুই ঘণ্টা কর্মবিরতি, ভোগান্তিতে রোগীরা

ঢাকা: বেতন বৈষম্যের প্রতিবাদে দুই ঘণ্টা কর্মবিরতি পালন করছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসকরা।

মঙ্গলবার (১২ জানুয়ারি) বেলা ১২টা থেকে তারা এই কর্মবিরতি শুরু করেন।

এটি শেষ হবে দুপুর ২টায়

এদিকে, চিকিৎসকদের এই কর্মবিরতিতে চরম ভোগান্তিতে পড়েছেন চিকিৎসা নিতে আসা রোগীরা।

গরম ভাতের মাড়ে হাত-পা ঝলসে যাওয়ায় সাভার থেকে ঢামেক হাসপাতাল জরুরি বিভাগে চিকিৎসা নিতে এসেছে আড়াই বছরের শিশু অথই রানী। তার মা রুমি বাংলানিউজকে জানান, ১২টার দিকে আসলেও এখনও চিকিৎসকের দেখা মেলেনি।

মুন্সিগঞ্জের লৌহগঞ্জ থেকে পেটের ব্যাথায় চিকিৎসা নিতে এসেছেন পপি আক্তার (১৮)। এক ঘণ্টা ধরে ঢামেক হাসপাতালের বহিঃবিভাগে দাঁড়িয়ে থেকে তিনিও দেখা পাননি কোনো চিকিৎসকের।

তিনি বলেন, এখন পর্যন্ত টিকিট কাউন্টার বন্ধ। চিকিৎসা হবে কিনা বলতে পারছি না। কি করবো কিছুই বুঝতে পাড়ছি না।

এদিকে, ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুর রহমান বলেন, চিকিৎসকদের কিছু দাবি আছে। তাই তারা কর্মবিরতি পালন করছেন। তবে রোগীদের চিকিৎসায় যেন কোনো অবহেলা না হয়, সে ব্যাপারে তাদের অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
এজেডএস/আরএইচএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।