ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দুর্যোগ থেকে রক্ষা পাবে উপকূলের মানুষ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
দুর্যোগ থেকে রক্ষা পাবে উপকূলের মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আমতলী (বরগুনা) থেকে: দেশের দক্ষিণ-পশ্চিম‍াঞ্চলে নির্মিত বিদ্যালয় ভবন কাম সাইক্লোন শেল্টার উপকূলবাসীকে দুর্যোগের হাত থেকে রক্ষা করবে বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১২ জানুযারি) দুপুরে গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বরগুনার আমতলীতে স্কুল কাম সাইক্লোন শেল্টারের উদ্বোধনকালে তিনি মন্তব্য করেন।



প্রধানমন্ত্রী বলেন, এসব আশ্রয় কেন্দ্র মানুষের কল্যাণ বয়ে আনবে। পাশাপাশি উপকূলীয় এলাকার ছেলে-মেয়েদের লেখা-পড়াতেও কাজে লাগবে।

এ সময় তাকে ওই এলাকা থেকে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত করায় এলাকাবাসীকে ধন্যবাদ জানান শেখ হাসিনা।

সাইক্লোন শেল্টারের উদ্বোধনী অনুষ্ঠানে সৌদি যুবরাজ তুর্কি বিন আবদুল্লাহ আল সউদ ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইডিবি) প্রেসিডেন্ট ড. আহমদ মোহাম্মাদ আলীও উপস্থিত ছিলেন।

ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী দুর্যোগ কবলিত এলাকার মানুষকে সহযোগিতার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর আগে শুভেচ্ছা বক্তব্য দেন বরগুনা জেলা প্রশাসক মীর জহুরুল ইসলাম।

এছাড়া গণভবন থেকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ভিডিও কনফারেন্সে সংযুক্ত ছিলেন।

আর ‘ফায়েল খায়ের’ প্রকল্পের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন অর্থনীতি সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব মো. মেজবাউদ্দিন।

এর আগে সোমবার (১১ জানুয়ারি) ঘূর্ণিঝড় সিডরে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ‘ফায়েল খায়ের’ প্রকল্পের অধীনে নির্মিত স্কুল কাম সাইক্লোন শেল্টারের উদ্বোধন করতে ঢাকায় আসেন সৌদি যুবরাজ ও আইডিবি প্রেসিডেন্ট।

দুইদিনের সফর শেষে মঙ্গলবার (১২ জানুয়ারি) তাদের ঢাকা ছাড়ার কথা রয়েছে।

সূত্র বলছে, আইডিবির অধীনে ‘ফায়েল খায়ের’ প্রকল্পের মাধ্যমে বাংলাদেশে ১৮০টি বিদ্যালয় ও ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হচ্ছে।

এর মধ্যে ২০১৪ সালের ২৮ এপ্রিল ২৪টি আশ্রয়কেন্দ্র ও স্কুল নির্মাণের কাজ শেষ করে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

আর বাকি ১৫৬টি স্কুল কাম সাইক্লোন শেল্টার নির্মাণ কাজ শেষ করা হয় ২০১৫ সালের ডিসেম্বরে; যেগুলো মঙ্গলবার উদ্বোধন করা হয়।

২০০৭ সালে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল দিয়ে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ‘সিডর’ বয়ে যায়। এতে ওই অঞ্চলের ঘরবাড়ি বিধ্বস্ত হয়।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬, আপডেট: ১৩৫৮ ঘণ্টা
আরএ/এমএ

** সৌদি সবসময় বাংলাদেশের পাশে থাকবে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।