ঢাকা, বুধবার, ২৫ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

মহেশখালীতে এসএসসি পরীক্ষার্থী অপহৃত

স্টাফ করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৭, জানুয়ারি ১২, ২০১৬
মহেশখালীতে এসএসসি পরীক্ষার্থী অপহৃত

কক্সবাজার: মহেশখালী উপজেলার কালামারছড়ার আনন্দ মার্কেট এলাকা থেকে এক এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের ঘটনা ঘটেছে।   মঙ্গলবার দুপুর একটার দিকে এ ঘটনা ঘটে।



অপহৃত ছাত্রী কালারমারছড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

কালারমারছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম বাংলানিউজকে জানান, দুপুরে ওই ছাত্রী স্কুল থেকে বাড়ি ফেরার পথে তাকে অপহরণ করে দুর্বৃত্তরা। অপহৃত হওয়ার পর পুলিশকে জানানো হয়েছে।

কালারমারছড়ার পুলিশ ফাড়ির আইসি (এসআই) নির্মল বাংলানিউজকে জানান, অপহরণের পর ওই ছাত্রীকে পাহাড়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। অপহৃতকে উদ্ধারে পাহাড়ে পুলিশের অভিযান চালাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
টিটি/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।