ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পরিবেশ অধিদফতর-ওয়াসা প্রকল্প

মেঘনা থেকে পানি আসবে ঢাকায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
মেঘনা থেকে পানি আসবে ঢাকায়

ঢাকা: পরিবেশ অধিদফতরের আওতায় এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে মেঘনা নদী থেকে ঢাকায় পানি সরবরাহে প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
প্রকল্পটি বাস্তবায়ন করবে ঢাকা ওয়াসা।

প্রকল্পের জন্য পয়েন্ট নির্ধারণ করা হয়েছে মেঘনার বিষনদী ও হারিয়া।

মঙ্গলবার (১২ জানুয়ারি) রাজধানীর এলজিইডি-আরডিইসি মিলনায়তনে প্রকল্পের কারিগরি দিক তুলে ধরে এক কর্মশালার আয়োজন করা হয়।
 
কর্মশালায় প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন প্রকল্প পরিচালক ও পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান আকন্দ।
 
তিনি বলেন, ঢাকায় প্রতিনিয়ত বিশুদ্ধ পানির চাহিদা বাড়ছে। মেঘনার এ পানি ঢাকার জন্য নতুন উৎস।
 
প্রকল্প ব্যয় দেড় মিলিয়নের মধ্যে এক মিলিয়ন দেবে এডিবি। বাকিটা সরকার বহন করবে। প্রকল্পের মেয়াদ শেষ হবে ২০১৭ সালে।
 
কর্মশালায় প্রকল্পের সমস্যা তুলে ধরে নির্দেশনা দেন পরিবেশ অধিদফতরের মহাপরিচালক মো. রইছুল আলম মন্ডল।
 
বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
আরইউ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।