ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শরীয়তপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
শরীয়তপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শরীয়তপুর: শরীয়তপুরে ৩ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৬ শুরু হয়েছে। জেলা প্রশাসক কার্যালয় চত্বরে জেলা প্রশাসন এ মেলার আয়োজন করেছে।



সোমবার (১২ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় ফিতা কেটে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর শিকদার।

জেলা প্রশাসক রাম চন্দ্র দাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুরের সভিল সার্জন ডা. মো. মসিউর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে ও নবনির্বাচিত শরীয়তপুর পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম।

এছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ভিখারুদ্দৌলা চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে বিকেল ৩টায় মেলা উপলক্ষে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়।

আগামী ১৪ জানুয়ারি বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। মেলায় সরকারি ও বেসরকারি মিলে মোট ৪২টি স্টল অংশগ্রহণ করে। মেলায় ৪টি প্যাবিলিয়ন করা হয়েছে। এগুলো হলো-সরকারি দপ্তর প্যাবিলিয়ন, শিক্ষা অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান প্যাবিলিয়ন, ই-কমার্স প্যাবিলিয়ন ও তরুণ উদ্ভাবক প্যবিলিয়ন।

৩দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে ১২ জনুয়ারি বিকেল ৩টায় র‌্যালি, সন্ধ্যা ৬টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও তথ্যচিত্র প্রদর্শনী।

১৩ জানুয়ারি সেমিনার- মাল্টিমিডিয়া ক্লাসরুম, ৪ টায় ফ্রি ই-মেইল একাউন্ট ওপেনিং, সাড়ে ৪টায় মেলায় আগত শিক্ষার্থীদের জন্য কুইজ কনটেস্ট, সন্ধ্যা ৬টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও তথ্যচিত্র প্রদর্শনী।

১৪ জানুয়ারি বিকেল ৪টায় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান, সন্ধ্যা ৬টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও তথ্যচিত্র প্রদর্শনী।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।