গাইবান্ধা: গাইবান্ধায় আহম্মদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজে কোচিং বন্ধ ও ১০ দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১২ জানুয়ারি) বিকেলে গাইবান্ধার সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক আবু বাছের মো. বুলু মিয়া এ আদেশ দেন।
বিদ্যালয়ের অভিভাবক মো. সারওয়ার হোসেন, মো. শাহ আলম, মো. আওরঙ্গজেব চৌধুরী, অ্যাডভোকেট মো. মেহেরাজ আলী, আব্দুল মজিদ সরকার বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
মামলার আরজিতে তারা বলেন, প্রতিষ্ঠানটিতে পঞ্চম, অষ্টম, নবম ও দশম শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য কর্তৃপক্ষ বাধ্যতামূলক কোচিং চালু করে। এতে ছাত্রছাত্রীদের ওপর লেখাপড়ার নামে অতিরিক্ত চাপ সৃষ্টি করায় তারা পারিবারিক ও সামাজিক বন্ধন থেকে বিচ্ছিন্ন হচ্ছে।
পরে ৫ জন অভিভাবক কোচিং কার্যক্রম বন্ধের দাবিতে মঙ্গলবার গাইবান্ধা সিনিয়র সহকারী জজ আদালতে ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও সভাপতিকে বিবাদী করে মামলা করেন।
শুনানি শেষে আদালত মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটিতে কোচিং কার্যক্রম বন্ধ রাখার অস্থায়ী নিষেধাজ্ঞা দেন।
বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট জিএসএম আলমগীর এবং অ্যাডভোকেট আনিছুর রহমান বাংলানিউজকে বলেন, আদালত শুনানি শেষে বিবাদীদের ১০ দিনের মধ্যে কারণ দশানোর নির্দেশ ও মামলা নিষ্পত্তি না হওয়া পর্যরাক কোচিং কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন।
বাংলাদেশ সময় : ১৯৪২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
এসআর