ঢাকা: বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশের দিকে নিয়ে যেতে সকলের সর্বাত্মক সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় তিনি ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে সমৃদ্ধ ও উন্নত দেশে পরিণত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
মঙ্গলবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় বর্তমান সরকারের দুই বছর পূর্তি উপলক্ষ্যে জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, আশাবাদী এবং আত্মবিশ্বাসী দেশবাসীকে সাথে নিয়ে ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্য আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে সমৃদ্ধ ও উন্নত দেশে পরিণত করব, ইনশাআল্লাহ। আমি আপনাদের সর্বাত্মক সহযোগিতা চাই। ’
তিনি বলেন,‘গ্যালোপের হোপ ইনডেক্সে এসেছে, সুইজারল্যান্ডের পরেই বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে আশাবাদী মানুষের দেশ। ’
শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ আজ উন্নয়নের এক ঐতিহাসিক দিকসন্ধিক্ষণে দাঁড়িয়ে। আসুন, দল-মত ও বিভক্তির ঊর্ধ্বে উঠে এই উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখি। দেশকে ক্ষুধা-দারিদ্রমুক্ত উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠিত করি। মুক্তিযুদ্ধে বিজয়ী জাতি আমরা। কেউ আমাদের দাবায়ে রাখতে পারবে না। ‘
তিনি বলেন, ‘আমরা বিশ্বসভায় মর্যাদার আসনে অধিষ্ঠিত হবোই। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলবো, ইনশাআল্লাহ্। ’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের লক্ষ্য দেশের মানুষের জন্য কাজ করা, তাদের ভাগ্যের পরিবর্তন করা। আওয়ামী লীগ দেশকে স্বাধীনতা দিয়েছে। গণতন্ত্র দিয়েছে। যখনই সরকার গঠন করেছে দেশের উন্নয়ন করেছে। ’
‘রূপকল্প ২০২১’ প্রতিষ্ঠার করার ওয়াদার কথা স্মরণ করে শেখ হাসিনা বলেন, ‘আমি ২০০৮ সালে বলেছিলাম, ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করবো। ’
বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
এমইউএম/আরআই
** বাংলাদেশ এখন ব্রান্ড নেম
** আওয়ামী লীগের সময় মিডিয়া সম্পূর্ণ স্বাধীন
** খালেদার সন্ত্রাসী কর্মকাণ্ড জনসমর্থন পায়নি