ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের রেল যোগাযোগ শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের রেল যোগাযোগ শুরু (ফাইল ফটো)

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসা শিক্ষার্থী হাফেজ মাসুদুর রহমান (২৫) নিহত হওয়ার ঘটনায় রেলপথ অবরোধ ও রেলপাত তুলে ফেলার অাট ঘণ্টা পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের রেল যোগাযোগ শুরু হয়েছে।

মঙ্গলবার (১২ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে রেল যোগাযোগ চালু হয়।



ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন মাস্টার মহিদুর রহমান জানান, স্টেশনের সবকিছু গুড়িয়ে দেওয়ায় আপাতত অটোমেশন সিগন্যালের পরিবর্তে ম্যানুয়াল সিগন্যালের মাধ্যমে ট্রেন চলাচল করবে। পুনরায় মেরামতের অাগ পর্যন্ত টিকেটিং সিস্টেমও বন্ধ থাকবে। এতে স্টেশনে শুধু হাত দিয়ে সিগন্যালের মাধ্যমে ট্রেন থামবে অার ছেড়ে যাবে।

এদিকে, সন্ধ্যায় রেল লাইন ট্রেন চলাচলের উপযোগী করার পর অাখাউড়ায় অাটকে থাকা চট্টগ্রাম-ঢাকাগামী অান্তঃনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশন অতিক্রম করেছে। এছাড়া ঢাকা থেকে ছেড়ে অাসা সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পার হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
এসআই

** ব্রাহ্মণবাড়িয়া শহরে থমথমে পরিস্থিতি
** রেল স্টেশনে তাণ্ডব, এমপির কার্যালয় ভাঙচুর
** ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবি মোতায়েন
** ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের রেল যোগাযোগ বন্ধ
** ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে নিহত ১, বিজিবি মোতায়েন
** ব্রাহ্মণবাড়িয়ার সংঘর্ষে শিক্ষার্থী নিহত
** ব্রাহ্মণবাড়িয়ার সংঘর্ষ ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।