ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর এলাকায় পুলিশের নির্যাতনে আহত ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন।
মঙ্গলবার ( ১২ জানুয়ারী) সন্ধ্যা ৬টার দিকে তিনি হাসপাতালে চিকিৎসা নিতে যান।
জরুরী বিভাগের মেডিক্যাল অফিসার ইলিকা ঘোষ বাংলানিউজকে জানান, তার মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা করছে। তার বক্তব্য অনুযায়ী তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হয়।
রাব্বী বাংলাদেশ ব্যাংকের কমিউনিকেশন বিভাগের একজন কর্মকর্তা। এর আগে তিনি একটি বেসরকারি টেলিভিশনের সংবাদ উপস্থাপক হিসেবে কাজ করতেন।
গত শনিবার (০৯ জানুয়ারি) রাতে ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বী মোহাম্মদপুরের একটি ব্যাংকের বুথ থেকে টাকা তুলে বের হওয়ার সময় পুলিশ তাকে তল্লাশি করে। এক পর্যায়ে তার কাছ থেকে জোর করে চাঁদা দাবি করা হয় এং পরে জোর করে গাড়িতে তুলে নির্যাতন চালানো হয়। রাব্বীর খবর পেয়ে সংবাদকর্মীরা থানায় পৌছালে বিষয়টি নিয়ে বেশ তোলপাড়ের সৃষ্টি হয়। ফলে তাকে ছেড়ে দিতে বাধ্য হয় মোহাম্মদপুর থানা পুলিশ।
পরদিন থানায় ওসির সামনে রাব্বী অভিযোগ করেন, সেদিন রাতে থানায় নিয়ে চাঁদা দাবি করে তাকে মাদকসেবী সাজানোর চেষ্টাও করেন মোহাম্মদপুর থানার এসআই মাসুদ সিকদার। পাশাপাশি তিনি চাঁদা না দিলে তাকে বেঁড়িবাধ এলাকায় নিয়ে গিয়ে ক্রসফায়ার করা হবে বলেও হুমকি দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ২০৫২ ঘন্টা, জানুয়ারি ১২, ২০১৬
এজেডএস/এমআইকে/এএসআর