ঢাকা, বুধবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বুধবার কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩২, জানুয়ারি ১২, ২০১৬
বুধবার কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

কিশোরগঞ্জ: তিন দিনের সফরে বুধবার (১৩ জানুয়ারি) কিশোরগঞ্জ আসছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এদিন দুপুর ২টার দিকে হেলিকপ্টারে কিশোরগঞ্জ জেলার হাওর উপজেলা মিঠামইনে যাবেন তিনি।



রাষ্ট্রপতির কার্যালয়ের প্রটোকল অফিসার স্বাক্ষরিত জেলা প্রশাসকের কাছে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আগমন উপলক্ষে জেলা প্রশাসন ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে।

তিন দিনের সফর শেষে শুক্রবার (১৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে বঙ্গভবনের উদ্দেশে যাত্রা করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এদিন বিকেল সাড়ে ৪টায় বঙ্গভবনে উপস্থিত হওয়ার কথা রয়েছে তার।  

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।