ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কল্যাণ ট্রাস্টি ও অবসর সুবিধা বোর্ডে নতুন কমিটি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
কল্যাণ ট্রাস্টি ও অবসর সুবিধা বোর্ডে নতুন কমিটি মো. শাহজাহান আলম সাজু

ঢাকা: বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্টি বোর্ড এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডে নতুন করে কমিটি গঠন করে দিয়েছে সরকার।
 
মঙ্গলবার (১২ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপনে কল্যাণ টাস্টি বোর্ড ও অবসর সুবিধা বোর্ডে শিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে চেয়ারম্যান করে তিন বছরের জন্য কমিটি গঠিত হয়।


 
দুই কমিটির ভাইস-চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক।   
 
স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু কল্যাণ ট্রাস্টি বোর্ডে সদস্য সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জের বঙ্গবন্ধু কারিগরি ও বাণিজ্যিক কলেজের অধ্যক্ষ সাজু তৃতীয়বারের মতো নিয়োগ পেলেন।
 
এদিকে, কিশোরগঞ্জ জেলার পৌর মহিলা কলেজের অধ্যক্ষ শরীফ আহমদ সাদীকে অবসর সুবিধা বোর্ডের সদস্য সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।
 
কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় গত কয়েক মাস ধরে বেসরকারি শিক্ষক-কর্মচারীরা অবসর সুবিধা ও কল্যাণ ভাতা সংশ্লিষ্ট সুবিধা প্রাপ্তিতে বাধাগ্রস্ত হচ্ছিলেন।
 
বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।