ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘একাত্তরের খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের বীরগাঁথা’ প্রকাশ

স্টাফ করেসেপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
‘একাত্তরের খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের বীরগাঁথা’ প্রকাশ ছবি: রানা/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ‘একাত্তরের খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের বীরগাঁথা’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের কনফারেঞ্জ লাউঞ্জে এক অনুষ্ঠানের মাধ্যমে এ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।



খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা অ্যাসোসিয়েশনের মহাসচিব শাহজাহান কবির বীরপ্রতীকের লেখা এ বইয়ের মোড়ক উন্মোচন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।

তিনি বলেন, ৭১ এর মুক্তিযুদ্ধ ও যোদ্ধারা আমাদের সম্পদ। একে রক্ষা করার দায়িত্ব আমাদের। এ নিয়ে কেউ বিরূপ মন্তব্য করলে সহ্য করা হবে না। এসময় তিনি শহীদ মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে খালেদা জিয়া ও গয়েশ্বর রায়ের বক্তব্যের সমালোচনা করেন।

‘একাত্তরের খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের বীরগাঁথা’ বইয়ে ১১টি সেক্টর ও সেক্টর কমান্ডারদের বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়েছে। এছাড়া ৭১ জন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের মধ্যে সাতজন বীরশ্রেষ্ঠ, ১২ জন বীরউত্তম, আটজন বীরবিক্রম ও ৪৪ জন বীরপ্রতীকের জীবনী সবিস্তারের বিধৃত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
এসইউজে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।