ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে সামাজিক উদ্যোগ পরিকল্পনা শীর্ষক প্রশিক্ষণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
রাজশাহীতে সামাজিক উদ্যোগ পরিকল্পনা শীর্ষক প্রশিক্ষণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: জেলায় সামাজিক উদ্যোগ পরিকল্পনা (ট্রেনিং অন সোস্যাল অ্যাকশন প্রজেক্ট) শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) রাজশাহীর একটি রেস্তোরাঁর হলরুমে ব্রিটিশ কাউন্সিল ও দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ’র সহযোগিতায় পরিচালিত প্রডিজি কর্মসূচির আওতায় দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।



প্রশিক্ষণে প্রডিজি কর্মসূচির প্রশিক্ষিত ২টি কমিউনিটির ৭২ জন স্বেচ্ছাব্রতী ইয়ুথ লিডার অংশগ্রহণ করেন। এতে গৃহীত কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য করণীয় নির্ধারণ, অর্থ সংস্থান, অর্থ প্রাপ্তি ও ব্যয়ের বিভিন্ন দিক তুলে ধরা হয় এবং প্রশিক্ষণ দেওয়া হয়।

এছাড়া প্রশিক্ষণে পরিচালিত কার্যক্রমগুলো উপস্থাপন করার সঙ্গে, কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য ছয়মাস মেয়াদী পরিকল্পনা প্রণয়ন করা হয়।

প্রশিক্ষণ পরিচালনা করেন প্রডিজি কর্মসূচির ফিল্ড কো-অর্ডিনেটর (মনিটরিং ও অপারেশন্স) সুব্রত কুমার পাল, প্রোগ্রাম অফিসার জুয়েল রানা, মাসুম রাসেল ও ইসরাফিল হোসাইন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
এসএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।