জয়পুরহাট: স্বাধীনতা বিরোধী ও জঙ্গিবাদরা যাতে দেশে আর কোনো অরাজকতা না করতে পারে সেজন্য পুলিশ বাহিনী সার্বক্ষণিক সতর্কাবস্থায় রয়েছে বলে জানিয়েছেন
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বেলা ১২টার দিকে জয়পুরহাট সার্কিট হাউস মাঠে কমিউনিটি পুলিশিং সমাবেশে পুলিশের আইজিপি একেএম শহিদুল হক এসব কথা বলেন।
তিনি বলেন, জঙ্গিবাদ ও নাশকতাকারীরা যতই শক্তিশালী হোক না কেন তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে এবং তাদের মোকাবিলা করে নির্মূল করবে।
প্রধান অতিথি তার বক্তব্যে আইজিপি বলেন, এদেশ জঙ্গিবাদ, মৌলবাদ ও সন্ত্রাসবাদের জন্য উর্বর নয়। এদেশে জঙ্গিদের কোনো ঠাঁই নেই, এটা বিশ্বকে বুঝতে হবে।
তিনি আরো বলেন, জঙ্গিবাদ-মৌলবাদ কখনই সফল হবে না। দেশে এদের কোনো স্থান নেই। এদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। সম্মিলিতভাবে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এদেশ জঙ্গিবাদের দেশ নয়। এদেশের মানুষ ধর্মপরায়ণ, কিন্তু ধর্মান্ধ নয়।
তিনি কমিউনিটি পুলিশিং সম্পর্কে বলেন, থানার দালালরা যেন কমিউনিটি পুলিশিংয়ের কমিটিতে না থাকে সেদিকে সজাগ দৃষ্টি রাখবেন। পুলিশ প্রশাসন কমিউনিটি পুলিশকে সঙ্গে নিয়ে দেশের শান্তিপ্রিয় জনগণের পাশে রয়েছে। জনগণও পুলিশের পাশে রয়েছে। তাই অন্যায়কারীরা কখনও কোনোভাবেই সফল হবে না।
জয়পুরহাট পুলিশ সুপার ও জেলা কমিউনিটি পুলিশিংয়ের প্রধান উপদেষ্টা মোল্যা নজরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রাজশাহী রেঞ্জের ডিআইজি ইকবাল বাহার, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শফিকুল ইসলাম, জয়পুরহাট জেলা প্রশাসক আব্দুর রহিম, জেলা পরিষদ প্রসাশক এসএম সোলায়মান আলী, নব নির্বাচিত পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, জেলা কমিউনিটি পুলিশিংয়ের আহ্বায়ক গোলাম হক্কানি, সদস্য সচিব নন্দলাল পার্শী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেন প্রমুখ।
এর আগে আইজিপি একেএম শহিদুল হক পুলিশ সুপারের কার্যালয়ের প্রবেশ পথে প্রথম সশস্ত্র প্রতিরোধ-৭১ এর ভাস্কর্যের ভিত্তি প্রস্তর উন্মোচন করেন ও মাদক বিরোধী বর্ণাঢ্য র্যালিতে যোগ দেন।
বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
এসএইচ