ময়মনসিংহ: ময়মনসিংহের নবনিযুক্ত জেলা ও দায়রা জজ ড. মো. আমির উদ্দিন বলেছেন, মামলাজট দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে আইনজীবী ও বিচারকদের পরস্পরকে সহযোগিতার মাধ্যমে সঠিক পদক্ষেপ নিয়ে কাজ করতে হবে।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির শহীদ আমিনুল হক ভবনে আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ড. মো. আমির উদ্দিন বলেন, প্রতি বছর মামলাজট বাড়ছে। আইনমন্ত্রী ও প্রধান বিচারপতি জট নিষ্পত্তির ওপর গুরুত্বারোপ করেছেন।
জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- নারী ও শিশু আদালতের বিচারক মো. হেলাল উদ্দিন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফজলে খোকা নাজির, বিচারক জহীরুল কবীর, সিনিয়র আইনজীবী এম. জুবেদ আলী, আনিসুর রহমান খান, আনোয়ার হোসেন প্রমুখ।
এর আগে নবনিযুক্ত জেলা ও দায়রা জজ ড. মো. আমির উদ্দিনকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন আইনজীবী সমিতির নেতারা।
বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
আরএম