পার্বতীপুর(দিনাজপুর): দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বান্নিরঘাট বাজারে ট্রাকের চাপায় মমতা খাতুন (৫) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুরে পার্বতীপুর-সৈয়দপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
মমতা উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নের দোলাপাড়া গ্রামের মোশারফ হোসেনের মেয়ে এবং বেলাইচন্ডি বাজারের মৈত্রী কিন্ডার গার্টেন স্কুলের নার্সারি শ্রেণির ছাত্রী।
স্থানীয়রা জানান, দুপুরে স্কুল ছুটির পর সৈয়দপুর-পার্বতীপুর আঞ্চলিক মহাসড়ক দিয়ে বাড়ি ফিরছিল মমতা। পথে বান্নিরঘাট বাজারে এলে পেছন থেকে পার্বতীপুরগামী একটি ট্রাক (ঢাকা-মেট্রো-ট-১৬-০২৬৭) তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় সে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্বতীপুরে বিদেশি মিশনারী দ্বারা পরিচালিত ল্যাম্ব হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টার দিকে শিশুটির মৃত্যু হয়।
ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ঘাতক ট্রাকটি আটক করে ভাঙচুর চালায় ও পার্বতীপুর-সৈয়দপুর আঞ্চলিক মহাসড়কের বান্নিরঘাট বাজারের সামনের সড়ক অবরোধ করে রাখে। ফলে ওই সড়কে দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে পুলিশের হস্তক্ষেপে বিকেল ৫টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
এদিকে পুলিশ ট্রাকের চালক মানিক (৪২) ও হেলাপার আলমগীরকে (২৮) আটক করেছে।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম বাংলানিউজকে এ তথ্য জানান।
বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
এএটি/আরএ