ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সদ্য বিলুপ্ত ছিটমহলবাসী একজনের মৃতদেহ হস্তান্তর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
সদ্য বিলুপ্ত ছিটমহলবাসী একজনের মৃতদেহ হস্তান্তর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রামে উপজেলার বুড়িমারী স্থলবন্দর দিয়ে বাংলাদেশের সদ্য বিলুপ্ত ছিটমহল জোংড়া ইউনিয়নের ১১২ নম্বর বাঁশকাটা থেকে ভারতের নাগরিত্ব নিয়ে যাওয়া জুলফিকার আলী ভুট্টুর (৪৩) মৃতদেহ হস্তান্তর করেছে ভারতীয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে বুড়িমারী স্থলবন্দরে মৃতদেহ হস্তান্তর করা হয়।



এসময় ভারতীয় মেখলীগঞ্জ মহুকমার এডিএম রঞ্জন কুমার ও চাংড়াবান্ধা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ক্যাম্পের সদস্যরা পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর কুতুবুল আলম ও পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজার কাছে মৃতদেহ হস্তান্তর করেন।
 
শীতজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সদ্য ভারতীয় নাগরিকত্বপ্রাপ্ত জুলফিকার আলী ভুট্টু ১২ জানুয়ারি ভারতে মারা যান।

ভুট্টুর পরিবার সূত্রে জানা যায়, (২৯ নভেম্বর ২০১৫) এক স্ত্রী, এক ছেলে ও দুই কন্যাসহ তার পরিবার পরিজন রেখে ভারতে চলে যান ভুট্টু। সেখানে ঠাণ্ডা জনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পাটগ্রামের ইউএনও নুর কুতুবুল আলম বাংলানিউজকে জানান, ভারত থেকে জুলফিকুর আলী ভুট্টুর মৃতদেহ জোংড়া ইউনিয়নের ১১২ নম্বর ছিটমহলে তার স্ত্রীর কাছে হস্তান্তর করা হয়েছে। রাতেই তার মৃতদেহর দাফন করা হবে।

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
এএটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।