ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শ্রীপুরে শ্রমিকদের মারধরের দায়ে কারখানা কর্তৃপক্ষকে জরিমানা

ডিস্টিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৮ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
শ্রীপুরে শ্রমিকদের মারধরের দায়ে কারখানা কর্তৃপক্ষকে জরিমানা

গাজীপুর: শ্রমিকদের মারধর, গালিগালাজ ও অনৈতিক আচরণের দায়ে শ্রীপুরে আমান শিল্প গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আমান কটন মিলস লিমিটেড কর্তৃপক্ষকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
 
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুম রেজা এ জরিমানা করেন।



আমান কটন মিলস লিমিটেডের শ্রমিকেরা জানান, কারখানা কর্তৃপক্ষ সরকার নির্ধারিত সর্বনিম্ন বেতনের তোয়াক্কা করে না। এ কারখানার শ্রমিকদের সর্বনিম্ন বেতন আড়াই হাজার টাকা। শ্রমিকদের সঙ্গে শ্রম আইনবিরোধী আচরণও করা হয়।

এ ঘটনায় শ্রমিকরা শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমানের কার্যালয়ে অভিযোগ করেন।

সহকারী কমিশনার মাসুম রেজা জানান, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করে শ্রমিকদের মারধরের সত্যতা পাওয়া গেছে।

তবে আমানটেক্স লিমিটিডের জ্যেষ্ঠ প্রশাসনিক ব্যবস্থাপক শাহ কামাল শ্রমিকদের মারধরের বিষয়টি অস্বীকার করে বলেন, শ্রমিকরা ওপরতলা থেকে নামতে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়ে থাকতে পারেন।

অন্যান্য অভিযোগের বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
 
বাংলাদেশ সময়: ২২১৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।