ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় এনজিও কর্মকর্তার বাড়িতে ডাকাতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
সাতক্ষীরায় এনজিও কর্মকর্তার বাড়িতে ডাকাতি

সাতক্ষীরা: সাতক্ষীরায় মোস্তফা হাসানুজ্জামান নামে বেসরকারি (এনজিও) এক কর্মকর্তার বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে।

এ সময় ওই এনজিও কর্মকর্তার মা ও মেয়েকে মারধর করে অস্ত্রের মুখে নগদ ২০ হাজার টাকা, প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা মূল্যের সোনার গহনা, দামী মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে ডাকাতরা।



শুক্রবার (১৫ জানুয়ারি) ভোর রাত ৩টার দিকে সাতক্ষীরা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।

মোস্তফা হাসানুজ্জামানের সহকর্মী, বেসরকারি সংস্থা সুশীলনের জেলা সমন্বয়কারী মনির হোসেন ঘটনাস্থল থেকে বাংলানিউজকে জানান, মোস্তফা হাসানুজ্জামান ক্যান্সারের চিকিৎসার জন্য বর্তমানে স্ত্রীকে নিয়ে চেন্নাই অবস্থান করছেন। বাড়িতে তার মা ও মেয়ে ছিলেন। রাতে একদল সশস্ত্র ডাকাত ঘরে ঢুকে তাদের মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। পরে তাদের একটি ঘরে আটকে রেখে আলমারি ভেঙে নগদ ২০ হাজার টাকা, সাড়ে পাঁচ লাখ টাকা মূল্যের সোনার গহনা, দামী মোবাইল ফোনসহ বাড়ির দলিলপত্র লুট করে নিয়ে যায়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১০১১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।