ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভারতে আটক ১০ বাংলাদেশিকে হস্তান্তর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
ভারতে আটক ১০ বাংলাদেশিকে হস্তান্তর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বেনাপোল(যশোর): অনুপ্রবেশের অভিযোগে ভারতের ২৪ পরগনা বনগাঁ সীমান্তে আটক হওয়া ১০ বাংলাদেশি নারী-পুরুষকে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) রাত ১১টার দিকে বেনাপোল চেকপোস্ট সীমান্ত পথে এদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়।



ফেরত আসা বাংলাদেশিরা হলেন, বাগেরহাটের মফিজুরের ছেলে রাজন (২০), নোয়াখালীর মোহাম্মদ আলীর ছেলে রনি (২১), শাহিনুরের স্ত্রী শিল্পী বেগম (৪২), সঙ্গে শিশু পরী খাতুন (০৩), মিনাল (০৭) ও মেয়ে রসনা (১৭), যশোরের রাশেদুলের স্ত্রী আসিমন বেগম (২৩), শিশু ফাতেমা (০৪), মানিকগঞ্জের চাঁদ মোহনের স্ত্রী সন্ধ্যা রানী (৫৫) ও টাঙ্গাইলের সাধুচরনের ছেলে রুপচাদ অধিকারী (৩৫)।

জানা যায়, ভালো কাজের প্রলোভন দেখিয়ে দালাল চক্র এদের সীমান্ত পথে ভারতে নিয়ে যায়। পরে ভারতের ২৪ পরগনার বনগাঁ রেল স্টেশন এলাকায় দালালরা তাদের নিয়ে অবস্থান করছে, এমন খবর পেয়ে বিএসএফ সদস্যরা তাদের আটক করে। পরে মানবিক কারণে আটকদের ভারতীয় পুলিশের হাতে তুলে না দিয়ে বাংলাদেশে বিজিবির কাছে হস্তান্তর করে।

২৬ ব্যাটালিয়নের বেনাপোল সদর বিজিবি ক্যাম্পের  সুবেদার আব্দুল হামিদ জানান, রাতেই তাদের বেনাপোল পোর্ট থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) সুজিত জানান, আটক নারী-পুরুষদের বিরুদ্ধে (১১-সি) ধারায় অনুপ্রবেশের অভিযোগে মামলা হয়েছে।

শুক্রবার (১৫ জানুয়ারি) দুপুরে তাদের যশোর আদালতে পাঠানো হবে। আদালত পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১০৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।