ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মুন্সীগঞ্জে চালক-হেলপারের গলা কেটে ৩৮১ বস্তা চাল লুট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
মুন্সীগঞ্জে চালক-হেলপারের গলা কেটে ৩৮১ বস্তা চাল লুট

মুন্সীগঞ্জ: চালক ও হেলপারের গলা কাটার পর ট্রাক ভর্তি ৩৮১ বস্তা চাল লুট করে নিয়ে গেছে একদল ছিনতাইকারী।

শুক্রবার (১৫ জানুয়ারি) ভোরে পুলিশ মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া এলাকার উজান মাঝি হোটেলের সামনে এ ঘটনা ঘটে।



খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে চালক রবিউল ইসলামকে (৩৫) মৃত এবং হেলপার আশরাফুল বাবুকে (২২) জীবিত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। তবে আশরাফুলের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেদায়েতুল ইসলাম ভূঁইয়া বাংলানিউজকে জানান, আশুলিয়া থেকে চাল ভর্তি ট্রাকটি বৃহস্পতিবার শেষ রাত রাত ৩টার দিকে ছিনতাই করে দুর্বৃত্তরা। ট্রাকটি তারা ঢাকার উত্তরা এলাকায় নিয়ে ৩৮১ বস্তা চাল  লুট করে।

এরপর তারা ট্রাকের চালক রবিউল ইসলাম ও হেলপার আশরাফুল বাবুর গলা কেটে মৃত্যু নিশ্চিত করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ার বাউশিয়া এলাকায় ট্রাকটি রেখে পালিয়ে যায়।

ওসি আরো জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে শুক্রবার ভোর ৫টার দিকে ঘটনাস্থলে গিয়ে ট্রাকের ভেতর থেকে গলাকাটা অবস্থায় দুইজনকে উদ্ধার করা হয়। এর মধ্যে রবিউলের মৃত্যু হলেও হেলপার আশরাফুল জীবিত রয়েছে। এ সময় ট্রাকটি জব্দ করা হলেও চালের বস্তাগুলো উদ্ধার করা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।